Sunday, November 12, 2017

২৫/১০/২০১৯ইং তারিখের মাদ্রাসার মাফিল।




بسم الله الرحمن الر حيم

আল-কারীম কিরায়াতুল কুরআন মাদ্রাসা
AL-KAREM KERATUL KORAN MADRASA
المدرسة الكر يم قراعة القران
ডগাইর নতুন পাড়া, সারুলিয়া, ডেমরা, ঢাক-১৩৬১  
 

       طَلَبُ الْعِاْمِ فَرِيْضَةٌ عَاَى كُلِّ مُسْلِمٍ 0                 
         ইলমে দ্বীন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। --ইবনে মাযা পৃঃ২০
মনোহর এ গুলিস্থান
হবে একদিন মরুদ্যান,
কহিও খবর বুলবুলিকে
জীবন না দেয় অসাবধান।

২২/০৭/২০১৬ইং তারিখে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়।
প্রতিষ্ঠাতা মুহাঃ ওয়াসীম আব্দুল্রাহ

৬৮ হাজার গ্রামে ৬৮ হাজার কুরআনী মাদ্রাসা চাই।   ---- পীর সাহেব চরমোনাই (রঃ)

  মরহুম ফজলুুল করীম (রঃ) -এর কথা বাস্তবায়অনেরি একটি রূপ, এই “আল-কারীম কিরাতুল কুরআন মাদ্রাসা”। মাদ্রাসাটি শুরু করা হয়, শুধু মাত্র দ্বীন প্রসার এবং প্রচারের লক্ষে। যা আমাদের দুনিয়ার শান্তি এবং আখেরাতের মুক্তি দিবে ইন্শাআল্লা। এই মাদ্রাসাটি বাংলাদেশ কিরাতুল কুরআন শিক্ষাবোর্ড এর আওয়াতাধিন একটি শিক্ষা প্রতিষ্ঠান। রেজিষ্ট্রেশন নম্বর - ১০২২। পাঠ্য বই সহ-সকল কিছুই বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ড কর্তিক নিয়ন্ত্রিত।

অত্র জামি’য়ার ২০১৭ইং সালের ছাত্রদের একাংশ


অত্র জামি’আর বৈশিষ্ঠ সমুহঃ
১. স্কুল ও মাদ্রাসা শিক্ষার স্বমন্বয়ে সিলেবাস; যার ফলে একজন শিক্ষার্থী একই সাথে জেনারেল ও ইসলামী শিক্ষায় সমানভাবে পারদর্শি হয়ে ওঠে।
২. বাংলাদেশ কুরাআন শিক্ষা বোর্ড থেকে ট্রেনিং এবং সার্টিভিকেট প্রাপ্ত শিক্ষক।
৩. পূর্ব অভিগ্যতা সম্পূর্ন এবং হাফেজ শিক্ষক।
৪. মাদ্রাসা নিজ যায়গায় প্রতিষ্ঠিত।
৫. আইপিয়েছ এর মাধ্যমে সার্বক্ষনিক বিদ্যুতের সু-ব্যবস্থা।

অত্র মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের অঙ্গীকারনামাঃ
১. আল-কারীম কিরায়াতুল কুরআন মাদ্রাসার (বর্তমান ও ভবিষ্যতে গৃহিত) সকল আইন-কানুন অক্ষরে অক্ষরে মানিয়া চলিতে বাধ্য থাকিব।
২. সর্বদা সুন্নত তরীকা মোতাবিক আদর্শ জীবন যাপন করিব। সুন্নতি পোষাক পরিচ্ছেদ, (মাদ্রাসার ইউনিফর্ম) চাল-চলন ও আচার-ব্যবহার গ্রহন করিব। এই ব্যাপারে আমাদের আকাবির (রহঃ) গণের ত্বরীকাকেই নমুনা হিসাবে মানিয়া চলিব।
৩. গোল পান্জাবী হাটুর নীচ পর্যন্ত এবং সেলোয়ার, লুঙ্গি পায়ের টাখনুর উপর পর্যন্ত পরিব। সর্বদা পাঁচ কল্লি টুপি ব্যবহার করিব।
৪. সর্বদা নিজে পরিস্কার-পরিচ্ছন্ন থাকিব এবং আশে-পাশে পরিবেশ পরিচ্ছন্ন রাখিব। মাথার চুল হাত পায়ের নখ ছোট এবং গোফ খাট করিয়া রাখিব। দাড়িঁ কখনো উপড়াইব না এবং এক মুষ্টির নীচে ছাটিব না বা কাটিব না।
৫. অত্র মাদ্রাসার কোন নিয়ম কানুন অমান্য করিলে, যথোচিত শাস্তি অথবা বহিস্কারাদেশ গ্রহণে বাধ্য থাকিব। ইহাতে আমার অথবা আমার অভিভাবকের কোন প্রকার আপত্তি থাকিবে না।

অত্র মাদ্রাসায় ভর্তি হতে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের অভিভাবকের অঙ্গীকারনামাঃ
১. প্রতি মাসের বেতন ও খোরাকীর টাকা (আবাসিক ছাত্রের জন্য) চলিত মাসের ০১ তারিখ থেকে ০৫ তারিখের মধ্যে অগ্রিম পরিশোধ করিব।
২. প্রতিমাসে কমপক্ষে ২/৩ বার মাদ্রাসায় এসে আমার ছাত্র/ছাত্রীর খোঁজ খবর নিব এবং শিক্ষকের শিক্ষা সম্বন্ধে ভাল-মন্দ খোজ খবর নিব।
৩. মাদ্রাসা বন্ধ হইলে আমার ছাত্রকে বাড়িতে নিয়া যাব এবং মাদ্রাসার ক্লাস শুরুর আগের দিন মাগরিবের পূর্বে মাদ্রাসায় নিয়া আসিব। বেতন এবং খোরাকীর টাকা বকেয়া থাকিলে পরিশোধ করে বোডিংয়ে খানা জারী করিয়া যাইব।
৪. মাদ্রাসা থেকে আমার ছাত্র/ছাত্রী পালিয়ে গেলে বা নিখোঁজ হইলে আমি সে জন্য কোন শিক্ষক বা মাদ্রাসার কর্তৃপক্ষকে দায়ী করিব না।
৫. মাদ্রাসার ক্লাশ শুরুর ১৫ মিনিট পূর্বেই ছাত্র/ছাত্রীর অভিভাবক শিক্ষার্থীকে নিজ দায়িত্বে মাদ্রাসায় পৌঁছিয়ে দিবো, এবং ছুটির পর নিয়ে যাবো, আসা-যাওয়ার পথে কোন দূর্ঘটনা হলে এর জন্য মাদ্রাসার কর্তৃপক্ষ দায়ী থাকিবেনা।
৬. ছাত্র/ছাত্রীর ছুটির পর নিয়ে যাবো, আসা-যাওয়ার পথ নিশ্চিত করতে হবে, নতুবা প্রতিদিন অনুপস্থিতির এর জন্য ২০ টাকা জরিমানা দিতে বাধ্য থাকিব।
৭. কোন ছাত্র/ছাত্রী মাদ্রাসায় মোবাইল ফোন ব্যবহার করতে পারিবেনা। এর জন্য কর্তৃপক্ষ বহিস্কার বা যে কোন সিদ্ধান্ত নিবেন তা মেনে নিব।

অত্র জামি’আর কিছু কানুনঃ

# প্রত্তেক ছাত্র/ছাত্রিকে অবশ্যই মাদ্রাসার ইউনিফর্ম পরে মাদ্রাসায় আসতে হবে।
# মাদ্রাসার ক্লাস শুরু হওয়ার ১৫ মিনিট পূর্বে মাদ্রাসায় উপস্থিত থাকতে হবে।
# মেছোয়াক ও তজবিহ  সার্বখনিক সাথে রাখতে হবে।
# পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সহিত আদায় করতে হবে।
# টুপি ও পাগরি সর্বদা পড়তে হবে।
# অবশ্যই প্রতিদিন সকাল এবং বিকেলে জিকির করতে হবে।


অত্র মাদ্রাসায়ঃ

ভর্তি ফরম                                                                                                            ১০০
----------------------------------------------------------------------------------------------------------
ভর্তি ফী                                                                                                              ১৫০০
----------------------------------------------------------------------------------------------------------
মাসিক বেতন                                                                                                      ৫০০
---------------------------------------------------------------------------------------------------------
টিউটরিয়াল পরীক্ষার ফী                                                                                     ১২০
---------------------------------------------------------------------------------------------------------
 সাময়িক পরীক্ষার ফী                                                                                         ১৫০
 -------------------------------------------------------------------------------------------------------
মাসিক খোরাকি (আবাসিক ছাত্রদের)                                                              ১৬০০
---------------------------------------------------------------------------------------------------------
মাদ্রাসার ইউনিফ্রম এর কাপড় ১গজ                                                                  ১৫০
---------------------------------------------------------------------------------------------------------
মাদ্রাসার বেচ                                                                                                          ৫০
--------------------------------------------------------------------------------------------------------
শিশু শ্রেণীর বোর্ড বই                                                                                           ২০০
--------------------------------------------------------------------------------------------------------
প্রথম শ্রেণীর বোর্ড বই                                                                                          ৩০০
-------------------------------------------------------------------------------------------------------
হাতের লেখার খাতা- (আরবী, ইংরেজী, গণীত এবং বাংলা)                                      ৮০
---------------------------------------------------------------------------------------------------------
     

বিঃ দ্রঃ প্রকৃতো এতিমদের থাকা-খাওয়া-চিকিৎসা-পোষাকসহ প্রয়জনিয় সকল কিছু ফ্রি ।


২০১৭ সালের ১৬ই ডিসেম্বর মাদ্রাসার প্রথম মাহফিল



মাহফিলের অনুদানঃ

** মাহফিলে অনুদানের সিকারুক্তি এবং নগদ, সবমিলিয়ে অর্থের পরিমান =  ১৭৩০০০/=
** মাহফিলের খরচ = ৫৭০০০/=
** মাহফিলের সিকারুক্তির টাকা বাকি =  ১১৪০০০/=
                       
মাদ্রাসা পরিচালনার বর্তমান কমিটি

সভাপতি =                                                                         আলহাজ্ব মুহাঃ আবুল বাশার
সহ-সভাপতি =                                                                  আলহাজ্ব মুহাঃ রফিকুল ইসলাম
সেক্রেটারি =                                                                                      মুহাঃ রফিকুল ইসলাম
কোষাধখ্য =                                                                                       মুহাঃ মস্তফাখান বাবুল
সদস্য =                                                                             আলহাজ্ব মুহাঃ ইব্রাহিম খলিল
সদস্য =                                                                                             মুহাঃ নাজমুল ইসলাম সুজন
সদস্য =                                                                                             মুহাঃ ইদ্রিসুর রহমান


মদ্রাসার চিঠি বিলি করার খাম



 প্রিয়তমা জ্ঞানে যারে, করেছ নাদানী,
কোমর বাঁকিয়া আজি তিনি এক নানী।
সুদর্শন রতন সেই চন্দ্র মুখ খানা
ঐ যে চাহিয়া দেখ তিনি এক নানা।


-------------------পরিচালক-মুহাঃ ওয়াসীম আব্দুল্লাহ
                                     ০১৯১৫৫৬৩৫৫৫(বিকাশ)
                                     ০১৬১৫৫৬৩৫৫৫



একটি ফোঁটা দাওনা প্রিয়
পিয়াস্ কাতর জানে,
লায়লাপ্রেমের শিকল ছিঁড়ে
ছুটছি মাওলা পানে।
কাতরা প্রেমের শরাব দিয়া
জুড়াও যদি আঁখি,
দাসের মতন রইব জনম
ওহে মহান সাকী।
লায়লা নামের যপ্-তপে মোর
ধ্বংস জীবন-প্রাণ,
মাওলা নামের মধুর শরাব
আমায় কর দান।