ভাটির দেশের মানুষ আমি,
ভাটির দেশে ঘর।
উজান দেশে কেউ নাইরে ভাই,
সবাই আমার পার।
কাজের জন্য আসলাম আমি,
উজান দেশের গায়।
অকুল গাঙ্গের প্রথম তিরে,
বাধিয়া থুইয়া নাও।
আইসা দেখি এই হাটেতে,
আজব খেলা চলে।
কাজের খবর নাইরে আমার,
খেলায় গেলাম ভুলে।
নায়ের মাঝি ডাক দিয়া কয়,
ওরে মাটির ছাও।
জোয়ার এবার ভাটা পরছে,
ছাইরা দিমু নাও।
চাইয়া দেখি নদির পানি,
সত্যি ভাটার ছিল।
আজব দেশের মজার স্বপ্ন,
দেখিয়া কয়দিন।
বাড়ি যাওয়ার সময় হইছে,
নাইরে বেশী দেরি।
সময় আমার শেষ হইয়া যায়,
নাইরে পারের করি।
ভাটির দেশে ঘর।
উজান দেশে কেউ নাইরে ভাই,
সবাই আমার পার।
কাজের জন্য আসলাম আমি,
উজান দেশের গায়।
অকুল গাঙ্গের প্রথম তিরে,
বাধিয়া থুইয়া নাও।
আইসা দেখি এই হাটেতে,
আজব খেলা চলে।
কাজের খবর নাইরে আমার,
খেলায় গেলাম ভুলে।
নায়ের মাঝি ডাক দিয়া কয়,
ওরে মাটির ছাও।
জোয়ার এবার ভাটা পরছে,
ছাইরা দিমু নাও।
চাইয়া দেখি নদির পানি,
সত্যি ভাটার ছিল।
আজব দেশের মজার স্বপ্ন,
দেখিয়া কয়দিন।
বাড়ি যাওয়ার সময় হইছে,
নাইরে বেশী দেরি।
সময় আমার শেষ হইয়া যায়,
নাইরে পারের করি।
No comments:
Post a Comment